ঢাকা, ২৬ মে (ইউএনবি)- বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচ।
কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি।
আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।