বিশ্বকাপে শেষ চারে টিকে থাকার লড়াইয়ে বার্মিংহামের এজবাস্টন ম্যাচের এক দিন আগে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ তথ্য নিশ্চিত করেন।
দলের সাথে ইংল্যান্ড থাকা নান্নু সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ (সোমবার) তাকে যেভাবে দেখেছি, তাতে আগামীকাল মাহমুদুল্লাহ খেলছে না। ইনজুরিতে তো আমারদের কিছুই করার নেই। যাই বলি না কেন ভারতের বিপক্ষে তার খেলার কোনো সুযোগ নেই।’
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় কাফ মাসল ইনজুরিতে আক্রান্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ। ওই ম্যাচে আর ফিল্ডিংও করেননি তিনি। খেলা শেষে ক্র্যাচে ভর করে হাঁটতে দেখা যায় তাকে।
কয়েক দিন বিরতি শেষে রবিবার এজবাস্টনে অনুশীলনে যোগ দেন মাহমুদুল্লাহ। কিন্তু পুরোপুরি সেরে না ওঠায় শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলতে পারছেন না তিনি।
বিকল্প হিসেবে কাকে সুযোগ দেয়া হবে জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত করতে পারিনি। তবে যেহেতু সে দলে ব্যাটসম্যান হিসেবেই ছিল, তাই একজন ব্যাটসম্যানকেই নেয়া হবে।’