টাইগারদের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন সাব্বির রহমান এবং রুবেল হোসেন।
অন্যদিকে ইনজুরির কারণে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ভারতের ব্যাটিং গভীরতার কারণে বাদ পড়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পেয়েছিলেন সাব্বির ও রুবেল। তবে নিজেদের মেলে ধরতে পারেননি তারা।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে টাইগারদের সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে ভারত জিতলে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাবে কোহলি বাহিনী।
মুখোমুখি বাংলাদেশ-ভারত:
প্রতিবেশী ভারতের সাথে ৩৫টি ওডিআই ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এত বড় ব্যবধানের পরও বাংলাদেশকে সমীহ করে খেলবে ভারত। কারণ ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়া ভারতের সেই পুরনো স্মৃতি এখনো যে টাটকা!
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মাদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশভ পন্ত, হার্ডিক পান্ডিয়া, এমএস ধোনি, দিনেশ কার্তিক, ভুবেনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি ও যুজবেন্দ্র চাহাল।