ঢাকা, ৩০ এপ্রিল (ইউএনবি)- বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বাংলাদেশের পক্ষে মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুন গোল তিনটি করেন।
আগামী ৩ মে সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস।
এর আগে সোমবার প্রথম সেমিতে কিরগিজস্তানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট পায় লাওস।