এদিকে এ সপ্তাহে মোট ১১৩ জন ক্রিকেটার তাদের ফিটনেস পরীক্ষা দেয়ার জন্য তৈরি হচ্ছেন, তাদের তালিকায় নেই মাশরাফি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘মাশরাফি এখনো ফিট না, তাই সে ফিটনেস টেস্ট দিতে পারবে না। শারীরিকভাবে ফিট না থাকার কারণে টুর্নামেন্টে এখন পর্যন্ত অনিশ্চিত মাশরাফি।’
শনিবার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে আকরাম খান বলেন, ‘আমরা মাশরাফির সাথে কথা বলে জেনেছি সে এখনো ফিট না। ফিট হলে তিনি ক্রিকেটে ফিরে আসতে পারবেন। তবে চলতি সপ্তাহের ফিটনেস পরীক্ষায় তিনি অংশ নেবেন না।’
সংসদ সদস্য মশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেছেন এ বছরের মার্চ মাসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। তারপর থেকে তিনি যে কোনো ধরনের ক্রিকেটিয় কর্মকাণ্ড থেকে দুরে আছেন। এ বছরের শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।
এদিকে, করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এলে, আগামী ৯ নভেম্বর ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান।