ওয়েলিংটনে পরের টেস্টের একাদশে রাখতেই বামহাতি ফিজকে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
হ্যামিল্টনে শুক্রবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে রোডস বলেন, ‘বাতাসে মুস্তাফিজ আমাদের সবচেয়ে সেরা বোলার। ওয়েলিংটনে পরের ম্যাচে তার অনেক কিছুই করার আছে। পরের ম্যাচের জন্য আমরা তাকে নতুনভাবে চেয়েছিলাম।’
দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ২১৭ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আরও ৬ উইকেট।
আগের দিনের বিনা উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ড জিত রাভাল ও টম ল্যাথাম জুটির অবদানে সংগ্রহ করে ২৫৪ রান। দ্বিতীয় দিনে ৪ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৩৬৫ রান।
রোডস বলেন, ‘তাদের দুজন ওপেনারই ভালো করেছেন। তারা দলের জন্য ভালো ভিত তৈরি করে দিয়ে গেছেন।’
তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তারা হলেন-আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন ও খালিদ আহমেদ। মুস্তাফিজ, রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে ছাড়া টাইগারদের জন্য এটা সম্পূর্ণ নতুন পেস আক্রমণ।
তারা তিনজনে মিলে মোট ৬৬ ওভার বল করলেও একটি উইকেটও শিকার করতে পারেননি।
রোডস বলেন, নতুন এই পেসারদের অভিজ্ঞতার সাথে সাথে সময়ও লাগবে। ভবিষ্যতে তারা প্রতিপক্ষের জন্য বল হাতে ভালো করবে বলে মনে করেন তিনি।