শান্ত, দায়িত্বশীল ও নম্র এসবগুণই খাটে ‘মুশির’র সাথে। তার ক্যারিয়ারে তাকে শৃঙ্খলাভঙ্গ বা ইগো সংক্রান্ত কোনো ঝামেলায় ঝড়াতে দেখা যায় নি। অহংকার সমস্যা দ্বারা ডাকা হতে পারে না। তার ব্যক্তিত্ব অন্যতম গুণ হিসেবে মনে করে আসা হচ্ছে। তবে কি এমন হলো যার জন্য সোমবার যাতে ফরচুন বরিশালের বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি এলিমিনেটর খেলায় বেক্সিমকো ঢাকার হয়ে খেলতে গিয়ে নিজের দলের জুনিয়র সতীর্থ নাসুম আহমেদের সাথে ভুল বোঝাবুঝির কারণে এমন অশালীন প্রতিক্রিয়া দেখালেন। কী ঘটতে পারে তাও কেউ অনুমান করতে পারছেন না।
আরও পড়ুন: বাংলাদেশে ইউনিসেফের নতুন শুভেচ্ছাদূত মুশফিক
যদিও শেষ পর্যন্ত ঘটনা বা চূড়ান্ত ফলাফল কোনটাই ঢাকার বিপক্ষে যায়নি। ৯ রানের ব্যবধানে ম্যাচটি জিতেছে বেক্সিমকো ঢাকা। এ জয়ের মধ্যে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেছে তারা।
তবে খেলা শেষে সবারই মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল কুল মুশফিকের মেজাজ হারানোর মুহুর্তটিকে ঘিরে।
আরও পড়ুন: শ্রীলংকা সফর: বগুড়ায় মুশফিকের ব্যক্তিগত অনুশীলন শুরু
ঘটনাটি ঘটে বরিশালের ব্যাটিং করা সময়। ইনিংসের ১৭তম ওভারে শফিকুলের বলে ফিফটি ঢাকার জন্য বিপদজ্জনক হয়ে উঠা আফিফের ক্যাচ তুলেন উইকেটের পেছনে। সেই ক্যাচ তালুবন্দি করতে ছুটে যান মুশফিক। এরমধ্যে ক্যাচ ধরতে শর্ট ফাইন লেগে থাকা ফিল্ডার নাসুমও চলে আসেন বলের কাছাকাছি। এসময় ক্যাচ ধরতে গিয়ে মুশফিক ও নাসুমের মধ্যে ধাক্কা প্রায় লেগেই যাচ্ছিল। যদিও নিরাপদেই ক্যাচটি গ্লাভসবন্দী করে নিতে সমস্যা হয়নি উকেটরক্ষক মুসফিকের। বল হাতে থাকা অবস্থায় ঢাকার অধিনায়ককে মেজাজ হারিয়ে নাসুমকে প্রায় মারতে উদ্যত হতে দেখা যায়।
আরও পড়ুন: তিন মাস পর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুশফিক
ম্যাচ শেষে দলের ফিল্ডিং নিয়ে হতাশ ছিলেন জানালেও ঠিক কী কারণে এমনটা করলেন সে বিষয়ে পুরস্কার বিতরণী মঞ্চে পরিষ্কার করেননি ঢাকার অধিনায়ক।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। সবকিছু ঠিকঠাক শেষ হয়েছে। আমরা জয়ের মধ্যে থাকলেও ব্যক্তি ও দল হিসেবে আমাদের আরও উন্নতি করার জায়গা আছে। আগামীকাল আরেকটা ম্যাচ আছে আমরা আশা করছি সেটিতেও জিতব।’
আরও পড়ুন: মুশফিকের অর্থায়নে বগুড়ায় করোনার নমুনা সংগ্রহের বুথ চালু
নাম প্রকাশ না করার শর্তে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এক ম্যাচ কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘এটা খেলোয়াড়দের আচরণবিধির এক সুস্পষ্ট লঙ্ঘন ছিল। তিনি যা করেছেন তা অগ্রহণযোগ্য। মাঠের আম্পায়াররা যদি এ নিয়ে অভিযোগ দেয় তবে আমরা এ আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা নিশ্চিত করেই বলতে পারি।’
মুশফিকুর এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা হচ্ছে।