ফুটবল জাদুকর ম্যারাডোনার মৃত্যুতে অন্য অনেকের মতোই শোক জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
সেরাদের দৌড়ে কে বেশি এগিয়ে, মেসি-রোনালদোকে নিয়ে চলা এমন প্রশ্নে সব সময়ই সরব ছিলেন ম্যারাডোনা। মেসিকে বিভিন্ন সময়ে গণ্য করা হয়েছে ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে। দু’জনই আর্জেন্টাইন হওয়ায় স্বাভাবিকভাকেই ম্যারাডোনার কাছে বেশি স্নেহের ছিলেন মেসি। তবে রোনালদোর পায়ের জাদুর প্রশংসা করতেও কখনও পিছপা হননি ম্যারাডোনা। ক্রিশ্চিয়ানোকে তিনি ডাকতেন ‘বন্ধু’ বলে।
ম্যারাডোনার মৃত্যুর খবর শোনার পর নিজের অনুভূতির কথা ব্যক্ত করে টুইট বার্তায় রোনালদো লিখেছেন, ‘আজ আমি এক বন্ধুকে চিরবিদায় জানাচ্ছি। আর বিশ্ব বিদায় জানাচ্ছে চিরন্তন এক প্রতিভা, সর্বকালের সেরাদের একজন এবং অপ্রতিদ্বন্দ্বী এক জাদুকরকে।’
‘বড্ড তাড়াতাড়ি তাকে চলে যেতে হলো, কিন্তু এক অসীম উত্তরাধিকার তিনি রেখে গেলেন। তার শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। তোমাকে কখনও ভোলা যাবে না,’ লিখেন রোনালদো।
প্রসঙ্গত, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিগ্রে’তে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার মারা যান তিনি।