মাত্র তিন দিনের ব্যবধানে ফের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। আর এটি এমন এক মুহূর্তে, যেদিন এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের ইতিহাস গড়ল ইন্টার মায়ামি। পাশাপাশি প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল তারা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে বসে মায়ামি। এরপর ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নিউ ইংল্যান্ড।
শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও ম্যাচের ৪০ ও ৪৩তম মিনিটে লুইস সুয়ারেসের দুই গোলে সমতায় ফিরে বিরতিতে যায় মায়ামি। এর ফলে চলতি মৌসুমে ২৭ ম্যাচে সুয়ারেসের গোল সংখ্যা হলো ২০টি।
আরও পড়ুন: হ্যাটট্রিক করে রোনালদোকে ছুঁলেন মেসি
বিরতির পর ৫৮তম মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চির গোলে ম্যাচে প্রথম এগিয়ে যায় মায়ামি। এরপরই মেসিকে মাঠে নামান কোচ তাতা মার্তিনো।
মাঠে নামার দশ মিনিট পর আর্জেন্টাইন মায়েস্ত্রার পায়ের জাদু দেখে সমর্থকরা। ম্যাচের ৭৮, ৮১ ও ৮৮তম মিনিটে তিনটি গোল করে নিউ ইংল্যান্ডকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন মেসি। চলতি মৌসুমে চোটের কারণে বেশ কিছু সময় মাঠের বাইরে কাটালেও এই হ্যাটট্রিকে ১৯ ম্যাচে ২০ গোল ও ১০টি অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন মায়েস্ত্রো।