হাঁটুতে চোট পাওয়ায় ম্যানচেস্টার সিটির মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকে কতদিনের জন্য হারাতে হবে, এ নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্লাবটির সমর্থকরা। এবার তাকে নিয়ে সবচেয়ে বাজে খবরটিই দিলেন কোচ পেপ গার্দিওলা। তিনি জানিয়েছেন, ওই চোটে মৌসুমই শেষ হয়ে গেছে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের।
প্রিমিয়ার লিগে গত রবিবার (২২ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে খেলতে নেমে চোট পান রদ্রি। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসায় সুস্থবোধ না করলে তাকে উঠিয়ে নিতে বাধ্য হন গার্দিওলা। পরের দিন মেডিকেল পরীক্ষার জন্য বার্সেলোনায় যান তিনি। সেখানে পরীক্ষায় তার এসিএলে চোট ধরা পড়ে।
শুক্রবার সংবাদ সম্মেলনে রদ্রির চোটের বিষয়টি নিশ্চিত করে গার্দিওলা বলেন, ‘আজ সকালে ওর (রদ্রি) সার্জারি সম্পন্ন হয়েছে। এই মৌসুমে ওকে আর পাওয়ার সম্ভাবনা নেই।’
‘(রদ্রির) এসিএল ও মেনিসকাসে সার্জারি হয়েছে। ফলে তার এই মৌসুম শেষ, আগামী মৌসুমে তাকে মাঠে পাওয়া যাবে।’
আরও পড়ুন: ১০ জনের আর্সেনালের বিপক্ষে কোনোমতে হার এড়াল সিটি
তিনি বলেন, ‘সম্ভাব্য সবচেয়ে বাজে খবরটিই দিতে হচ্ছে। কিন্তু কী আর করার! দুর্ভাগ্যবশতঃ মাঝে মাঝে এমন হয়ে থাকে। তবে (সেরে উঠতে) আমরা তাকে সব ধরনের সাপোর্ট দেব।’
রদ্রির পরিবর্তে তাহলে সিটির মাঝমাঠের নিয়ন্ত্রণ করবে কে- এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘দেখুন, ও (মাঠে) যা দেয়, ওইরকম খেলোয়াড় বর্তমানে আমাদের স্কোয়াডে নেই। তবে একাদশের সবাই মিলে এখন রদ্রির অভাব পূরণ করবে।’
‘একটি দল হিসেবে আমাদের এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং অবশ্যই আমাদের বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে হবে। কারণ তার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা দীর্ঘ সময়ের জন্য হারিয়েছি।’
‘আমাদের অসাধারণ সব খেলোয়াড় রয়েছে, আমরা অবশ্যই এর বিকল্প বের করব, আর এটাই এখন করণীয়।’
আরও পড়ুন: ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডের ড্র: কঠিন প্রতিপক্ষ পেল শুধু সিটি
আগামীকাল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে সিটি। এই ম্যাচের জন্য আরও একটি দুঃসংবাদ দিয়েছেন গার্দিওয়ালা। দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য কেভিন ডি ব্রুইনে এই ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘ও এখনও মাঠে ফিরতে পুরোপুরি প্রস্তুত নয়। তবে (অক্টোবরের) আন্তর্জাতিক বিরতির আগে হয়তো ফিরতে পারে।’
আগামী ৬ অক্টোবর খেলার পর আন্তর্জাতিক বিরতিতে যাবে ইউরোপীয় ফুটবল। এ সময় থেকে উয়েফা নেশন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ১৮ অক্টোবর থেকে ফের মাঠে গড়াবে ক্লাব ফুটবল।