মঙ্গলবার এজবাস্টনে ইনিংসের ৩০তম ওভারের দ্বিতীয় বলে সৌম্যকে উড়িয়ে মারতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন রোহিত।
দুই ভারতীয় ওপেনারের কাছে যখন বাংলাদেশের মূল বোলারদের অসহায়ের মতো দেখাচ্ছিল, তখনই ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিতকে থামাতে সক্ষম হন সৌম্য।
খেলার পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মাত্র ৯ রানেই ফিরতে পারতেন রোহিত। কিন্তু মিডউইকেটে তামিম সহজ ক্যাচটি মিস করায় বড় খেসারত দিতে হয় বাংলাদেশকে।
রোহিত প্যাভিলিয়নে ফেরার আগে ৫টি ছয় ও ৭টি চারের মারে ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। এ নিয়ে চলতি বিশ্বকাপে চারটি শতকের দেখা পেলেন ভারতীয় এ ওপেনার।
অপরদিকে, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া সর্বোচ্চ ১৮০ রানের জুটি ভাঙার পর আর বেশি দূর এগুতে পারেননি আরেক ওপেনার লোকেশ রাহুল। ৯২ বলে ৭৭ রান করা রাহুলকে ফেরান রুবেল হোসেন।
বিশ্বকাপে নিজেদের আট নম্বর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। টাইগারদের একাদশে ফিরেছেন সাব্বির রহমান এবং রুবেল হোসেন। অন্যদিকে ইনজুরির কারণে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ভারতের ব্যাটিং গভীরতার কারণে বাদ পড়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে টাইগারদের সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে ভারত জিতলে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাবে কোহলি বাহিনী।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মাদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশভ পন্ত, হার্ডিক পান্ডিয়া, এমএস ধোনি, দিনেশ কার্তিক, ভুবেনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি ও যুজবেন্দ্র চাহাল।