রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে।
এ দুদল আগে রানার্সআপ হওয়ার খেতাব পেলেও কেউই চ্যাম্পিয়ন মুকুটের দেখা পায়নি। তাই চলতি বিশ্বকাপে নতুন কোনো শিরোপাধারীকে দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
মহারণে নামার আগে দুদলের যাত্রা প্রায় একই রকম ছিল। হট ফেবারিট তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর সেমিফাইনালে ওঠা নিয়েই শঙ্কায় পড়েছিল। লিগ পর্বে শেষ দুই ম্যাচ জিতে সেমিতে পরাশক্তি অস্ট্রেলিয়াকে শোচনীয়ভাবে হারায় তারা।
অপরদিকে প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় নিয়েও শেষের দিকে টানা কয়েকটি হারে শঙ্কা দেখা দিয়েছিল নিউজিল্যান্ডেরও। তবে নেট রান রেটের হিসেবে সেমিফানালে ওঠা কিইউরা আরেক হট ফেভারিট ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড: দুদলের মধ্যে মোট ৯০টি ওডিআই ম্যাচ হয়েছে। তাতে নিউজিল্যান্ড ৪৩ ও ইংল্যান্ড ৪১ বার জয় পেয়েছে। আর বাকি ছয় ম্যাচের মধ্যে চারটি পরিত্যক্ত ও দুবার টাই হয়েছে।
বিশ্বকাপ যাত্রায় আটবার একে অপরের মুখোমুখি হয়েছে তারা। তাতে নিউজিল্যান্ড ৫টিতে এবং ইংল্যান্ড ৩টিতে জয় পায়।
চলতি বিশ্বকাপে মুখোমুখি অবস্থান: গত ৩ জুলাই চলতি বিশ্বকাপে লিগ পর্বে ১১৯ রানের বড় জয় পায় ইংল্যান্ড। ইংলিশদের ৩০৫ রানের জবাবে ৪৫ ওভারে ১৮৬ রান তুলতেই অলআউট হয়ে যায় ব্ল্যকক্যাপসরা। ১০৬ রান করা বেয়ারস্ট্রো পান ম্যাচ সেরার পুরস্কার।
ইংল্যান্ড স্কোয়াড: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জশ বাটলার, টম কারান, লিয়াম প্লানকেট, লিয়াম ডসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিঞ্চ, ক্রিস ওকস ও মার্ক উড
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফারগুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।