সাউদাম্পটনে সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬২ রান করে মাশরাফি বাহিনী। রান তাড়ায় ৪৭ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় গুলবাদিন নাইবের দল।
এ জয়ের মাধ্যমে ৭ ম্যাচে তৃতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সেই সাথে টিকে রইল সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাটুকুও।
টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়া সাকিব আল হাসান ৫১, তামিম ইকবাল ৩৬, মোসাদ্দেক সৈকত ৩৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২৭ রান করেন।
আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ৩টি, গুলবাদিন নাইব ২টি, দৌলত জাদরান ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট লাভ করেন।আর ব্যাটিংয়ে আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন শিনওয়ারি (৪৯*)।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬২/৭ (লিটন ১৬, তামিম ৩৬, সাকিব ৫১, মুশফিক ৮৩, সৌম্য ৩, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ৩৫, সাইফ ২*; মুজিব ১০-০-৩৯-৩, দৌলত ৯-০-৬৪-১, নবি ১০-০-৪৪-১, গুলবাদিন ১০-১-৫৬-২, রশিদ ১০-০-৫২-০, রহমত ১-০-৭-০)
আফগানিস্তান: ৪৭ ওভারে ২০০ (গুলবাদিন ৪৭, রহমত ২৪, শাহিদি ১১, আসগর ২০, নবি ০, শিনওয়ারি ৪৯*, ইকরাম ১১, নাজিবউল্লাহ ২৩, রশিদ ২, দৌলত ০, মুজিব ০*; মাশরাফি ৭-০-৩৭-০, মুস্তাফিজ ৮-১-৩২-২, সাইফ ৮-০-৩৩-১, সাকিব ১০-১-২৯-৫, মিরাজ ৮-০-৩৭-০, মোসাদ্দেক ৬-০-২৫-১)