নেপালকে তাদের মাটিতেই টানা দ্বিতীয়বার হারিয়ে সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অসামান্য এই কীর্তির পর নানা দিক থেকে প্রশংসায় ভাসছেন সাবিনা-ঋতুপর্ণারা। এবার মেয়েদের এক কোটি টাকা পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাবিনাদের হাতে পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি।’
তিনি বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন।’
আরও পড়ুন: নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস শফিকুল আলমের
এ সময় মেয়েদের বকেয়া বেতনের প্রসঙ্গটিও তোলেন তিনি। বলেন, ‘দেশের মানুষ যেভাবে তাদের বরণ করেছে, এজন্য ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, যেমন: বেতনবৈষম্য। এ বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি; দ্রুতই সমাধান করব।’
‘বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক ট্রফি ছিনিয়ে এনেছে, তারা আরও ট্রফি ছিনিয়ে আনতে পারবে বলে আমি আশাবাদী।’
এদিকে, শিগগিরই মেয়েদের বেতন ও অন্যান্য পাওনা নিয়ে এই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমও।
তিনি বলেছেন, দেশের নারী ক্রীড়াবিদদের বেতনবৈষম্য নিয়ে আলোচনা করছে সরকার। নারী অ্যাথলেটরাও যাতে পুরুষদের সমান বেতন পায়, তা নিয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে আলোচনা চলছে।
আরও পড়ুন: উষ্ণ অভ্যর্থনায় বাংলাদেশ নারী ফুটবল দলকে বরণ
এর আগে, সাফের শিরোপা জিতে বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল।
ঐতিহাসিক এই অর্জনের পর তাদের বরণ করে নিতে বিশেষ আয়োজন করে বাফুফে। তাদের জন্য বিমানবন্দরে রাখা ছিল ছাদখোলা বাস, যাতে চড়ে গোটা শহর প্রদক্ষিণ করে দল।
এ সময় রাস্তার দুই পাশে অনেকেই তাদের অভিবাদন জানান। সব সামলে নির্দিষ্ট রুট দিয়ে বাফুফে ভবনে আসতে তাদের তিন ঘণ্টা সময় লেগে যায়।
চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে বিকাল সোয়া পাঁচটা থেকে সেখানে অপেক্ষায় ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
আরও পড়ুন: মনিকা-ঋতুপর্ণার গোলে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ