ছয় জাতির আঞ্চলিক যুব ফুটবল আসর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
আগামী ২০ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এর আগে ১৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা।
'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল।
২২ আগস্ট স্থানীয় সময় বিকাল ৪টায় গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
'বি' গ্রুপে ভুটান ও মালদ্বীপের সঙ্গে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ১৯ আগস্ট একই সময় ও ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
গ্রুপের ম্যাচগুলো শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল দশরথ স্টেডিয়ামেই সেমিফাইনালে খেলবে।
২৫ আগস্ট স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় প্রথম সেমিফাইনালে 'বি' গ্রুপ রানার্সআপ এবং ২৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নরা 'এ' গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।
২৮ আগস্ট একই সময় ও ভেন্যুতে শিরোপা বিজয়ের লড়াইয়ে নামবে দুই ফাইনালিস্ট দল।