সাফ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ২০ আগস্ট শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
ছয় জাতির আঞ্চলিক যুব ফুটবল আসর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
আগামী ২০ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এর আগে ১৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা।
'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল।
২২ আগস্ট স্থানীয় সময় বিকাল ৪টায় গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
'বি' গ্রুপে ভুটান ও মালদ্বীপের সঙ্গে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ১৯ আগস্ট একই সময় ও ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
গ্রুপের ম্যাচগুলো শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল দশরথ স্টেডিয়ামেই সেমিফাইনালে খেলবে।
২৫ আগস্ট স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় প্রথম সেমিফাইনালে 'বি' গ্রুপ রানার্সআপ এবং ২৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নরা 'এ' গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।
২৮ আগস্ট একই সময় ও ভেন্যুতে শিরোপা বিজয়ের লড়াইয়ে নামবে দুই ফাইনালিস্ট দল।
৩ মাস আগে
রাঙামাটিতে সাফজয়ী ৫ নারী ফুটবলারকে উষ্ণ সংবর্ধনা
সাফ উইমেনস চ্যাম্পিয়ন দলের পাঁচ সদস্য আনাই মগিনি, আনুচিং মগিনি, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা বৃহস্পতিবার রাঙামাটিতে ফিরলে তাদের উচ্চ বিদ্যালয়ে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়।
রাঙামাটির ঘাগড়া বাজারে পৌঁছলে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা পাঁচ ফুটবলারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জন্য উল্লাসে মেতে ওঠে।
একটি বর্ণাঢ্য র্যালি ও আতশবাজির মাধ্যমে তাদের বিদ্যালয়টিতে নিয়ে যাওয়া হয়। যেখানে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার প্রাথমিক শিক্ষা তারা পান।
জেলা প্রশাসন দুপুর আড়াইটা থেকে শহর প্রদক্ষিণকারী ফুটবলারদের জন্য একটি উন্মুক্ত-ডেক গাড়ির ব্যবস্থা করে।
আরও পড়ুন: আইফোন ও টাকা পেলেন সাফ নারী চ্যাম্পিয়ন দলের তিন ফুটবলার
বিকাল ৪টার দিকে তারা রাঙামাটি স্টেডিয়ামে পৌঁছালে সেখানে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে তাদের বীর সংবর্ধনা দেয়া হয়।
মগছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর সেন চাকমা অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে এই খেলোয়াড়দের মমতায় বড় করেছেন। পরবর্তীতে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শান্তি মনি চাকমা তাদের পুরো দায়িত্ব নেন।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা সেনাবাহিনীর
সাফ জেতার মধ্য দিয়ে মেয়েদের ফুটবল খেলা নিয়ে সমালোচনা জয় করেছি: সাবিনা
২ বছর আগে
বাঘিনীদের রাজসিক বরণ
সাত জাতি সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর বাঘিনীদের রাজসিক বরণ করে নিলো ঢাকা। প্রিয় খেলোয়াড়দের ধুমধামে সংবর্ধনা দিলো ঢাকাবাসী। বুধবার বিকালে নেপাল থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় তারা।
সোমবার সন্ধ্যায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে (রঙ্গশালা) ফাইনালে বাংলাদেশ চারবারের রানার্সআপ এবং স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে ২০০৬ সালের পর তাদের দ্বিতীয় প্রচেষ্টায় প্রথমবারের মতো সাফ মহিলাদের মুকুট জয় করল বাঘিনীরা।
দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাঘিনী দলকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় বিমানবন্দরে খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুলের মালা দিয়ে স্বাগত জানানোর পর কেক কাটা হয়। নারী ফুটবলারদের গৌরবময় কৃতিত্বের জন্য স্বাগত জানাতে হাজার হাজার ফুটবল-পাগল ও ভক্ত ঢাকা বিমানবন্দরে ভিড় করেন।
বিমানবন্দরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, বাংলাদেশ মহিলা ফুটবল অধিনায়ক সাবিনা খাতুন ও মিডফিল্ডার সানজিদা আক্তার।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বিকাল সাড়ে ৩টায় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সুসজ্জিত ওপেন-ডেক বিআরটিসি বাসে ওঠেন জাতীয় বীরাঙ্গনারা। মতিঝিলে বাফুফে অফিসে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
আরও পড়ুন: দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবল দল
ফাইনালের আগে, বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্য সানজিদা আক্তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন, তারা জয় উদযাপন করার জন্য একটি খোলা ডেক বাস নাও পেতে পারে। তবুও তারা টুর্নামেন্ট জয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ফাইনালে সাবিনা আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের হয়ে দু’টি গোল করেন কৃষ্ণা রানী সরকার এবং অপর গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র।
ফ্লাইটটি ঢাকায় আসার আগেই হাজার হাজার ভক্ত দলে দলে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের
বাইরে অপেক্ষা করতে থাকেন। তারা মেয়েদের অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছিল।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ: সর্বোচ্চ গোলদাতা সাবিনার সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়
২ বছর আগে
বাঘিনীদের বিজয়যাত্রা: ছাদখোলা বাস যে রুট দিয়ে যাবে
দেশের মাটিতে বিজয়ীরা পা রাখার পর ২০২২ সালের সাফ উইমেনস ফুটবল চ্যাম্পিয়নশিপে তাদের বিজয় উদযাপন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছাদখোলা বাসে করে ঢাকার কিছু অংশ প্রদক্ষিণের আয়োজন করেছে।
বিজয়ীদের যেভাবে গ্রহণ করা হবে
জাতীয় এই বীরদের স্বাগত জানানোর জন্য একটি বিশদ পরিকল্পনা তৈরি করতে মঙ্গলবার বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে বসেন।
আরও পড়ুন: রূপনা ও রিতুকে বরণ করতে প্রস্তুত নানিয়ারচরবাসী
২ বছর আগে
সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনাল লাইভ স্ট্রিমিং: কখন, কোথায় বাংলাদেশ-নেপাল ফাইনাল দেখা যাবে
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২২ এর ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেপাল ও বাংলাদেশ উভয় দলই শিরোপা জয়ের কথা জানিয়েছে।
কখন, কোথায় ও কীভাবে বাংলাদেশ বনাম নেপাল সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২২ এর ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন তা জেনে নিন।
আরও পড়ুন: সাফ মহিলা চ্যাম্পস: চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সোমবার নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
যেখানে ম্যাচটি সরাসরি দেখবেন
বাংলাদেশ-নেপাল মধ্যকার ম্যাচটি সরাসরি দেখা যাবে এলেভেন স্পর্টস ডটকম (Elevensports.com) ও লাইভ সকার টিভি ডটকম (livesoccertv.com) এই ওয়েব ঠিকানায়।
বাংলাদেশি ফুটবল ভক্তরা ইলেভেন স্পোর্টসে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এছাড়া, বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলও ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
শুক্রবার দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ শিরোপায় ফাইনালে উঠে নেপাল।
এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে বাংলাদেশ।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২০১৬ সালের পর এই টুর্নামেন্টে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে। সেবারের শিরোপার দৌড়ে স্বাগতিক ভারতের কাছে ফাইনালে ১-৪ গোলে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
বাসসের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, তার দল এখন সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসরের শিরোপা জয়ের লক্ষ্যের দ্বারপ্রান্তে রয়েছে।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতের বিপক্ষে প্রথম জয়, সেমিফাইনালে বাংলাদেশ
২ বছর আগে
আবারও ভারতের কাছে হারে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের
ঢাকা, ২৯ সেপ্টেম্বর (ইউএনবি)- ভারতের বিপক্ষে খেলতে নামলেই যেন বাংলাদেশের খেলোয়াড়রা স্নায়ু চাপে ভোগেন। হোক সেটা ফুটবল অথবা ক্রিকেট।
৫ বছর আগে
সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে বাংলাদেশ
ঢাকা, ২৭ সেপ্টেম্বর (ইউএনবি)- কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শুক্রবার সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
৫ বছর আগে