শুরুতে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিতেই গিয়েছিল আর্সেনাল, কিন্তু জন স্টোনসের শেষ মুহূর্তের গোলে কোনোমতে হার এড়াতে পেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ফলে জয়ের আশা জাগিয়েও হারের হতাশা নিয়ে ফিরতে হয়েছে মিকেল আর্তেতার দলকে।
প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে স্থানীয় সময় রবিবার বিকালে ইতিহাদ স্টেডিয়ামে গতবারের লিগ প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে শুরুর দশ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েও ২-১ গোলে এগিয়ে থাকার পর ২-২ গোলে ড্র করেছে সিটি।
এদিন ম্যাচের নবম মিনিটে আর্লিং হালান্ডের গোলে শুরুতেই এগিয়ে যায় সিটি। এরপর ২২তম মিনিটে রিকার্দো কালাফিওরির গোলে সমতায় ফেরে আর্সেনাল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গাব্রিয়েল মাগালিয়াইস দ্বিতীয় গোলটি করে আর্সেনালকে এগিয়ে নেন। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ের অষ্টম মিনিটে জটলার মধ্যে থেকে গোল করে সিটিকে সমতায় ফিরিয়ে গানার্সদের হৃদয় ভাঙেন ডিফেন্ডার স্টোনস।
আরও পড়ুন: লুইস দিয়াসের জোড়া গোলে লিভারপুলের দারুণ জয়
এদিন ম্যাচে ২০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সিটি মিডফিল্ডার রদ্রি। এরপর থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ হারায় দলটি।
তবে ম্যাচে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে লেয়ান্দ্রো ত্রোসা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় রক্ষণাত্মক ফুটবল খেলে সিটিকে আটকে রাখে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে ৮৯ শতাংশ সময় বলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখে সিটি। পুরো ম্যাচে নেওয়া ৩৩ শটের মধ্যে ২৮টিই তারা নেয় দ্বিতীয়ার্ধে। এগুলোর মধ্যে ১১টি শট লক্ষ্যে রাখতে পারে তারা।
অন্যদিকে, ম্যাচজুড়ে মাত্র পাঁচটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় আর্সেনালের ফুটবলাররা। যার চারটিই ছিল প্রথমার্ধে।
আরও পড়ুন: ৫০তম ম্যাচে জ্যাকসনের জোড়া গোল, বড় জয় চেলসির
এদিন সিটির জার্সিতে শততম গোল করে ক্রিস্তিয়ানো রোনালদোর ‘একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের’ রেকর্ডে ভাগ বসান হালান্ড। ১০০টি গোল করতে ১০৫ ম্যাচে খেলা লাগল নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের। ২০১১ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে ঠিক ১০৫ ম্যাচেই শততম বার জালের দেখা পান পর্তুগিজ মহাতরকা।
এই ড্রয়ে ২০১৫ সালের পর সিটির মাঠে জয়ের খোঁজ অব্যাহত থাকল আর্সেনালের। অপরদিকে প্রিমিয়ার লিগে টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত রইল সিটি।
এর ফলে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল সিটি। সমানসংখ্যক ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে লিভারপুল ও অ্যাস্টন ভিলা। আর ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আর্সেনাল।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই সালাহর দুই রেকর্ড
ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর বিকালে নিউক্যাসলের মাঠে খেলতে যাবে সিটি। তার আগে ২৪ সেপ্টেম্বর রাতে ঘরের মাঠে ওয়াটফোর্ডকে আতিথ্য দেবে পেপ গার্দিওলার শিষ্যরা।
অন্যদিকে, লিগ কাপের ম্যাচে আগামী ২৫ সেপ্টেম্বর বোল্টন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে আর্সেনাল। লিগে তাদের পরবর্তী ম্যাচ তিন দিন পর, লেস্টার সিটির বিপক্ষে।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগের ইতিহাস নতুন করে লিখল ম্যানচেস্টার সিটি