তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাবে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৬ রান করে স্বাগতিক দল। এক পর্যায়ে তাদের ৭১ রানে ছয় উইকেট পড়লেও শেষ দিকে রায়ান বার্লের ২৮ বলে ৫৪ এবং লুক জংওয়ের ২০ বলে ৩৫ রানের উপর ভর করে বাংলাদেশকে বড় সংগ্রহ দেয় ক্রেইগ আরভিনের দল।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে মাহেদী হাসান ও হাসান মাহমুদ দুটি করে, মুস্তাফিজ, মোসাদ্দেক, নাসুম এবং মাহমুদউল্লাহ একটি করে উইকেট নেন।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। মুনিম শাহরিয়ারের পরিবর্তে এই ম্যাচে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৭ রানে জিতে সিরিজের লিড নেয়। তবে দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।