তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হারারে স্পোর্টস ক্লাবে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। মুনিম শাহরিয়ারের পরিবর্তে এই ম্যাচে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৭ রানে জিতে সিরিজের লিড নেয়। তবে দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
আজকের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি নুরুল হাসানের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। নুরুল আঙুলে চোট পেয়ে সফর থেকে ছিটকে গেছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), এনামুল হক, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ব্র্যাড ইভান্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ভিক্টর নিয়াউচি, জন মাসারা
পড়ুন: দ্বিতীয় ম্যাচ জয়ে টি-টুয়েন্টি সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ