বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই মাশরাফি বিন মুর্তজার দলের সামনে।
তবে শুধু ভারতের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে না, লিগ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও জয় পেতে হবে বাংলাদেশের। সেই সাথে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
মুখোমুখি বাংলাদেশ-ভারত:
প্রতিবেশী ভারতের সাথে ৩৫টি ওডিআই ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এত বড় ব্যবধানের পরও বাংলাদেশকে সমীহ করে খেলবে ভারত। কারণ ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়া ভারতের সেই পুরনো স্মৃতি এখনো যে টাটকা!
এদিকে সময়ের সাথে ভারতীয় দল যেমন আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে, বাংলাদেশ দলও হয়েছে আরও পরিণত। শক্তিশালী ব্যাটিং লাইনআপের ভারত আগে ব্যাট করলে কম রানে বেঁধে রাখাই হবে টাইগারদের চ্যালেঞ্জ।
নতুন বলে দুর্বলতা:
চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে মাঠে নেমে মাশরাফি, মুস্তাফিজ ও সাইফরা মাত্র ২৪টি উইকেট পেয়েছেন। আর তার মধ্যে নতুন বলে উইকেট এসেছে মাত্র একটি। টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওভারে ক্রিস গেইলকে ফিরিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাই ভারতের বিপক্ষে নতুন বলে উইকেট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মাদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।