বুকে ব্যথা নিয়ে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় হাসপাতাল ত্যাগ করেন তিনি।
কলকাতার শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসের এক চিকিৎসক বলেন, ‘সৌরভ সুস্থ আছেন। সৌরভের পরিবারের সদস্যদের তার প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।’
নিজে হাসপাতালে থাকতে চাওয়ার কারণে একদিন পিছিয়ে ভারতের সাবেক এই অধিনায়ককে ছাড়পত্র দেয়া হলো।
গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলার পর থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ‘দাদা’ হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি
গত শনিবার জিমে শরীর চর্চা করার সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনারি ধমনীতে তিনটি ব্লকের অস্তিত্ব পান। সেখানে চিকিৎসকরা সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করান।
আরও পড়ুন: করোনা: সপরিবারে কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি
এদিকে, মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু থেকে কলকাতার ওই হাসপাতালে আসেন দেশটির শীর্ষ কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। সৌরভের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক দলের সাথে সাক্ষাৎ ও হাসপাতালে তাকে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানান, সৌরভ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন। ২০ বছর বয়সে হৃদযন্ত্রের অবস্থা যেমন থাকে তিনি ততটাই ভালো আছেন।
‘এ ঘটনা তার স্বাভাবিক জীবনযাত্রা বা জীবনকালে প্রভাব ফেলবে না। তিনি অন্যদের মতোই সাধারণ জীবনযাপন করতে পারবেন। সৌরভ ম্যারাথনে অংশ নিতে পারবেন, বিমানও চালাতে পারবেন, এমনকি ক্রিকেট খেলায়ও ফিরে যেতে পারবেন। তার হৃদযন্ত্রে কোনো ক্ষতি ধরা পড়েনি,’ বলেন দেবী শেঠি।
আরও পড়ুন: বায়োপিকে নিজের চরিত্রে হৃত্বিককে চান সৌরভ গাঙ্গুলি!
সৌরভের সাথে আলাপ নিয়ে ডা. শেঠি বলেন, তিনি খেলোয়াড়দের প্রতি দুবছরে কমপক্ষে একবার বাধ্যতামূলক কার্ডিয়াক এবং বডি চেক-আপ নিশ্চিত করার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতিকে অনুরোধ জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘গাঙ্গুলির ঘটনায় বিশ্ব কেঁপে উঠেছে। তার মতো ৪৮ বছর বয়সী একজন অ্যাথলেট যার কি না মদ্যপান, ধূমপান বা অন্য কোনো খারাপ অভ্যাস নেই, তেমন একজন ফিট ব্যক্তির কীভাবে হার্ট অ্যাটাক হতে পারে সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর প্রতিকার হিসেবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে। ’
আরও পড়ুন: দায়িত্ব পেয়েই সৌরভ বললেন, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ বিরাট কোহলি
বিখ্যাত এ কার্ডিয়াক সার্জন আরও বলেন, আপনার জীবনধারা সম্পর্কে আপনি যতই সচেতন হোন না কেন, আপনি অ্যাথলেট হয়ে থাকলেও নিয়মিত বিরতিতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হার্ট চেক-আপ না করালে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যাবে।
আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলি ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে, পরে কোটি-কোটি ডলারের ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও কয়েক বছর খেলা চালিয়ে যান।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট বোর্ডে চলবে সৌরভের ‘দাদাগিরি’
ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি রান করেছেন সৌরভ গাঙ্গুলি। তিনি গত বছর বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন।