ভারতীয় ক্রিকেট বোর্ড
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
‘দাদা’ হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলে ইতিবাচক হওয়ার পর ৪৯ বছর বয়সী সাবেক ভারতীয় অধিনায়ককে সোমবার রাতে কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে ভর্তি করা হয়।
হাসপাতালের একজন চিকিৎসক স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সৌরভের শরীরে করোনার কিছু উপসর্গ দেখা গেছে। তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কি না জানার জন্য তার রক্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে।
আরও পড়ুন: আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি
চলতি বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সৌরভ।
জানুয়ারির শুরুতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখন তার হার্টে এঞ্জিওপ্লাস্টি করা হয়। পরে একই মাসের শেষ সপ্তাহে আবার বুকে ব্যথা অনুভব করলে দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হয়ে এঞ্জিওপ্লাস্টি করে দুটি স্টেন্ট বসানো হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলি। যদিও পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও কয়েক বছর খেলা চালিয়ে গেছেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি রান করেছেন সৌরভ গাঙ্গুলি। গত বছর বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: আবারও অ্যাঞ্জিওপ্লাস্টি করা হলো সৌরভ গাঙ্গুলির
২ বছর আগে
বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে সৌরভ
বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুধবার দুপুরের দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, খবর আনন্দবাজার পত্রিকা।
৩ বছর আগে
হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলি
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
৩ বছর আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে জিম করতে গিয়ে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি।
৩ বছর আগে
সংযুক্ত আরব আমিরাতে আগামী মাস থেকে আইপিএল শুরু
সরকারের অনুমোদন সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
৪ বছর আগে
১০ মাস ধরে ক্রিকেটারদের বেতন দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রায় ১০ মাস ধরে তাদের ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করেনি।
৪ বছর আগে
করোনা: সপরিবারে কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলী
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ বছর আগে