এছাড়া সব নারী ক্রিকেটারও এ সহায়তা পাবেন।
তবে, জাতীয় দলের ক্রিকেটার এবং বোর্ডের সাথে চুক্তিবদ্ধ প্রথম শ্রেণির ক্রিকেটারদের এ সহায়তা দেবে না বিসিবি।
এর আগে, বিসিবি ৯৯ জন প্রথম শ্রেণির পুরুষ এবং নারী ক্রিকেটারকে আর্থিক সহায়তা দিয়েছিল। তারা যথাক্রমে ৩০ হাজার এবং ২০ হাজার করে টাকা পেয়েছিলেন।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবির সাথে চুক্তিবদ্ধ নন এমন ক্রিকেটারদের সহায়তা করার জন্য বোর্ড সভাপতি আমাদের নির্দেশনা দেন। আমরা ঈদের আগে ক্রিকেটারদের এ সহায়তা দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। সহায়তার পরিমাণটা খুব বেশি না হলেও আমরা ঈদের আগে তা দিয়ে দেব।’
তবে বিসিবি প্রত্যেক ক্রিকেটারকে কত সহায়তা দেবে তার পরিমাণ এখনও ঠিক করতে পারেনি। এর সর্বোচ্চ পরিমাণ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের খেলায় ব্যস্ত ছিলেন। খেলার দুই রাউন্ড শেষে ভাইরাসের সংক্রমণ দেখা দিলে লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিসিবি।