ক্রিকেটার
ক্রিকেটারদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করলেন গাজী আশরাফ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ক্রিকেটারদের রাজনীতিতে জড়িয়ে পড়ার ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করে নিরুৎসাহিত করেছেন।
আশরাফ মনে করেন, জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক দলে যোগ দেওয়া থেকে বিরত রাখার জন্য সুস্পষ্ট নির্দেশিকা থাকা উচিত। কারণ খেলোয়াড়রা যখন তাদের মনোযোগ ক্রিকেট এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বিভক্ত করে তখন সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়।
আরও পড়ুন: বিদেশি ক্রিকেট লিগগুলোতে যেমন খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা
সম্প্রতি এক সাক্ষাৎকারে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান একই মনোভাব পোষণ করে বলেছেন, খেলোয়ার জীবনে ক্রিকেটারদের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত নয়।
আশরাফ বলেন, 'যেসব সংস্কার হয়েছে, তাতে আমি বিশ্বাস করি জাতীয় দলে থেকে কেউ রাজনীতিতে যুক্ত হতে পারে কিনা সে বিষয়ে অবশ্যই একটি প্রক্রিয়া থাকা উচিত।’
সাকিব আল হাসানের রাজনীতিতে সম্পৃক্ততা প্রসঙ্গে আশরাফ স্বীকার করেছেন সমাধানের সম্ভাবনার কথা।
তিনি আরও বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে। সেগুলো সংশোধনেরও সুযোগ রয়েছে। সাকিব যদি তার এই যাত্রায় ভুল করে থাকে, সেটা সে নিজে বুঝে নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনার সুযোগ পাবে।’
আসন্ন সফরে বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। তার রাজনীতিতে অংশগ্রহণ জাতীয় দলের সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তার আগে জাতীয় নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সাকিব ও মাশরাফি দুজনই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। যারা সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে পদচ্যুত হয়েছেন। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ক্রিকেট দল
ভয়ডরহীন ক্রিকেটে যুক্তরাষ্ট্রের লড়াকু পুঁজি
৪ মাস আগে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: মাগুরা-১ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন সাকিব
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
ওয়ানডেতে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব প্রথমবারের মতো সংসদ নির্বাচনে লড়বেন।
রবিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনটি মনোনয়ন ফরম কিনেছিলেন সাকিব আল হাসান।
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্বজনরা।
১ বছর আগে
বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের বিএমডব্লিউ দেবে নগদ
পেমেন্ট ক্যাম্পেইনে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়ে হইচই ফেলে দেওয়া মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এবার ১৫টি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।
চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে দলের প্রত্যেক খেলোয়াড়কে এ উপহার দেওয়া হবে।
নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে সেটি হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন।
তিনি আরও বলেন, এমন বিশেষ অর্জনকে উদযাপন করতে তখন সব দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ উপহার দেব আমরা।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক আগে থেকেই নানাভাবে কাজ করে আসছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।
আরও পড়ুন: নগদ-এর অর্জন মানে ডাক বিভাগের অর্জন: মোস্তাফা জব্বার
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও হাল আমলের মেহেদী হাসান মিরাজ এই প্রতিষ্ঠানটির ব্র্যান্ডের হয়ে কাজ করছেন।
এবার জাতীয় দলের সব ক্রিকেটারের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়ে তাদের উৎসব আরও বাড়ানোর চেষ্টা করছে নগদ।
সম্প্রতি সাকিব-তামিমের একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করেছে নগদ। ক্রিকেট বিশ্বকাপ একেবারে দুয়ারে দাঁড়িয়ে গত মঙ্গলবার প্রকাশ হয়েছে এই ভিডিওটি। অনলাইনে ও অফলাইনে এখন এই কনটেন্ট নিয়েই চলছে বিস্তর আলোচনা।
কনটেন্টটির মাধ্যমে স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারও আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর একপর্যায়ে সাবিক-তামিম তাদের সুখের স্মৃতি তুলে ধরেন।
আর শেষে এসে দুজনে এক হয়ে যান বিশ্বকাপে বাংলাদেশকে গৌরবান্বিত করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান ‘এক’ হয়ে আরেকবার গর্জে ওঠার জন্য।
এই ভিডিওর জন্য সাকিব ও তামিমকে এক করার পেছনের কথা বলতে গিয়ে নগদের প্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক বলেন, দেশকে প্রতিনিধিত্ব করা জাতীয় দলের সঙ্গে থাকতে চান তিনি সবসময়। আর এই চাওয়া থেকেই তিনি ঘোষণা দেন, বাংলাদেশ দল যদি বিশ্বকাপ জেতে, স্কোয়াডের ১৫ সদস্যের সবাইকে একটি করে বিএমডব্লিউ দেবে নগদ। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সব ক্রিকেটার দলকে চ্যাম্পিয়ন করার জন্যই খেলবেন। পেছনে কী হয়েছে বা না হয়েছে, এসব ভুলে সবাই এখন মাঠের খেলায় মন দেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করি, সবাই এখন মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরার জন্যই খেলবে।
এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে বহু বছর পর এক ফ্রেমে আনতে পারার পেছনের কথা বলতে গিয়ে তানভীর এ মিশুক বলেন, সাকিব তামিমকে একসঙ্গে আনার চিন্তাটা এসেছে স্বপ্ন ও সাহস থেকে। সাকিব তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসঙ্গে। একসঙ্গে বাংলাদেশের হয়ে অনেক খেলা জিতিয়েছেন তারা। আমার ইচ্ছা ছিল, তাদের যদি মাঠের বাইরেও একসঙ্গে দেখা যায়, তাহলে চমৎকার হয়। এটা হয়তো এর আগে কেউ চেষ্টা করেননি। দুজনকে একসঙ্গে কীভাবে এনেছি? সেই স্বপ্নটা থেকে সাহসটা করেছি। আমি বিশ্বাস করি ১৭ কোটি মানুষ চায় সাকিব তামিম একসঙ্গে থাকুক, একসঙ্গে খেলুক, একসঙ্গে জয় নিয়ে আসুক।
আরও পড়ুন: 'নগদ' এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ: টেলিযোগাযোগ মন্ত্রী
ইয়াবা ও নগদ অর্থসহ ভারতীয় নাগরিক আটক
১ বছর আগে
হঠাৎ দলের দায়িত্ব থেকে নাফিস ইকবালকে অব্যাহতি
জাতীয় দলের অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে নাফিস টিম শিটে সই করেন। পরে ম্যাচ চলাকালীন তাকে সরিয়ে দেওয়া হয়।
নাফিসের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নাফিসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই পরিবর্তনের ফলে তার ছোট ভাই তামিম ইকবালের আসন্ন ক্রিকেট স্কোয়াডে থাকা না থাকা নিয়ে গুঞ্জন উঠেছে।
শোনা যাচ্ছে তামিমকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হতে পারে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নাফিসকে জাতীয় দলে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তারপর থেকে, তারপর থেকে কয়েকবার তাকে অপসারণের কথা শোনা গেলেও, এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন: নিউ জিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হারল বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের পর বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।
এখন পর্যন্ত, তামিম বিশ্বকাপ দলে জায়গা পাবে কিনা তা অনিশ্চিত।
অসমর্থিত সূত্রে জানা গেছে, ফিটনেস নিয়ে অনিশ্চয়তার কারণে বাংলাদেশ বিশ্বকাপ দলে তামিমের অন্তর্ভুক্তি সন্দেহের মুখে পড়তে পারে।
নাফিসকে অপসারণের কারণ নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির মন্তব্য পাওয়ার জন্য ইউএনবি বেশ কয়েকবার চেষ্টা করলেও কোনও কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে মাহমুদউল্লাহ
তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের
১ বছর আগে
চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে মাহমুদউল্লাহ
ডানহাতি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ হাজার রান ছুঁতে মাহমুদউল্লাহর প্রয়োজন ছিল মাত্র এক রান। এরপর তিনি অনায়াসে সেই এক রান নিশ্চিত করেন। যার ফলে চতুর্থ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজে তার অংশগ্রহণ সম্পর্কে প্রাথমিক অনিশ্চয়তা সত্ত্বেও, ৩৭ বছর বয়সী এই ব্যাটার শেষ পর্যন্ত মাঠে নামেন এবং দ্বিতীয় ওয়ানডেতে তিনি ৪৯ রান করেন।
মাহমুদউল্লাহর আগে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে এই মাইলফলক অর্জন করেছিলেন।
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের
লিটন বিশ্রামে, নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শান্ত
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: ফাইনাল ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকতে পারেন
১ বছর আগে
জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক আর নেই
জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক (৪৯) আর নেই। সোমবার (৩ সেপ্টেম্বর) তার পরিবার ও জিম্বাবুয়ে ক্রিকেট সম্প্রদায়ের সূত্র উভয়ই নিশ্চিত করেছে।
স্ট্রিক বাংলাদেশের পেস-বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
মাত্র কয়েকদিন আগে বিশ্বব্যাপী তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। হিথ স্ট্রিক নিজেই পরে স্পষ্ট করেছিলেন যে তিনি জীবিত ছিলেন।
তার স্ত্রী নাদিন স্ট্রিক সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়গ্রাহী পোস্টে স্ট্রিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জীবিত আছি: মৃত্যুর গুজবে হিথ স্ট্রিক
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে বলেছেন, ‘#হিথস্ট্রিক-এর মৃত্যুর কথা শুনে শোকাহত। তিনি ৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর শুরুতে জিম্বাবুয়ে ক্রিকেটের উত্থানের একটি উল্লেখযোগ্য এবং খুবই প্রতিযোগিতামূলক নাম।’
আইপিএল এর অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স হিথ স্ট্রিকের মৃত্যুতে তাদের শোক প্রকাশ করেছে।
হিথ স্ট্রিক তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৪৫৫টি উইকেট লাভের পাশাপাশি ৪৯৩৩ রান সংগ্রহের অসাধারণ কৃতিত্ব রয়েছে তার।
তিনি চিরকাল তার যুগের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত ক্রিকেটার হাসান মাহমুদ
গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত
১ বছর আগে
স্ত্রীর মামলায় ক্রিকেটার আল-আমিনের বিচার শুরু
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাসা থেকে বের করে দেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আল-আমিনের বিরেুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনালে নিজেকে নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায় বিচার চাই।
আরও পড়ুন: ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল
অপরদিকে, আসামির আইনজীবী আব্দুর রহমান সুমন অব্যাহতির আবেদন করেন।
দুপক্ষের শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সাক্ষীর জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন।
২০২২ সালের ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগ করেন। পরদিন ২ সেপ্টেম্বর অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।
তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল-আমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। বিয়ের পর থেকে এ পর্যন্ত সংসারকালে পারিবারিক বিষয় নিয়ে আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
আরও পড়ুন: ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১ বছর আগে
‘বিতর্কিত’ সাকিবকে শুভেচ্ছা দূত না রাখার সিদ্ধান্ত দুদকের
অল-রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি নবায়ন করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: আমাদের উন্নতি করতে হবে: সাকিব
তিনি বলেন, 'চুক্তি অনুযায়ী তিনি এখনও শুভেচ্ছাদূত হলেও চুক্তি নবায়ন করা হবে না। তিনি আসন্ন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে অংশ নেবেন না’, নিয়ম অনুযায়ী তার সঙ্গে দুদকের এখনও চুক্তি রয়েছে। তবে সাকিব আল হাসানকে এখন বিভিন্ন ইস্যুতে 'বিতর্কিত' হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুদক কোনো বিতর্কিত ব্যক্তির সঙ্গে নিজেকে যুক্ত করতে চায় না বলে জানান হক।
এর আগে, অল-রাউন্ডার সাকিবকে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে প্রচারণার জন্য দুর্নীতি বিরোধী পর্যবেক্ষকের গুডউইল অ্যাম্বাসেডর করা হয়েছিল। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি এ ঘোষণা দেয় দুদক।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: পেসারদের ওপর আস্থা বেড়েছে সাকিবের
লিটন-সাকিবের ব্যাটে পাকিস্তানকে ১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
২ বছর আগে
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল
বাংলাদেশের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা পারিবারিক সহিংসতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে আদালত।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. রেজাউল করিম চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
উভয় পক্ষকে আদালতে হাজির হতে বলে আদালত। পরবর্তী শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেন।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ৩ পরিবর্তন
এর আগে একই দিনে(বুধবার, ১২ অক্টোবর) মামলার শুনানির জন্য আল-আমিন আদালতে হাজির না হওয়ায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই পরোয়ানা জারি করেছিলেন।
শুনানির সময় আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের কৌঁসুলি শামসুজ্জামান দাবি করেন, অভিযুক্তের বিবাহবিচ্ছেদের দাবি সম্পর্কে তার মক্কেলের কোনো ধারণা নেই।
৬ অক্টোবর আল-আমিন আদালতে একটি হলফনামা দাখিল করে দাবি করেন যে তিনি ২৫ আগস্ট ইসরাতকে তালাক দিয়েছেন।
২৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন পাঁচ হাজার টাকার মুচলেকায় আল-আমিনকে ৬ অক্টোবর পর্যন্ত জামিন দেন।
বিচারক শফি উদ্দিন মামলাটি আমলে নিয়ে আল-আমিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, আল-আমিন ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাতকে বিয়ে করেন এবং তার স্ত্রী পরবর্তীতে দুই ছেলের জন্ম দেন।
এজাহারে উল্লেখ আছে, ইসরাত দাবি করেন যে আল-আমিন অনেক দিন ধরে তার দুই ছেলের ভরণ-পোষণ ও শিক্ষার খরচ জোগায়নি। আল-আমিন তার স্ত্রীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করত। তিনি ২৫ আগস্ট তাদের দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
উল্লেখ্য, যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গত ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইসরাত। পরে এ বিষয়ে থানায় মামলা করা হয়। ৩ সেপ্টেম্বর আল আমিন তার মায়ের মাধ্যমে ইসরাতকে বার্তা পাঠান যে তিনি তার ভরণ-পোষণ দেবেন না এবং তাকে তালাক দিয়েছেন। ৬ সেপ্টেম্বর যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনের মামলায় আল-আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ: ৪৮ রানে হারল বাংলাদেশ
বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিল কিউইরা
২ বছর আগে
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্ত্রীর দায়ের করা পারিবারিক সহিংসতা মামলায় ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
মামলার শুনানির জন্য আল-আমিন আদালতে হাজির না হওয়ায় বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই পরোয়ানা জারি করেন।
শুনানির সময় আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের কৌঁসুলি শামসুজ্জামান দাবি করেন, অভিযুক্তের বিবাহবিচ্ছেদের দাবি সম্পর্কে তার মক্কেলের কোনো ধারণা নেই।
৬ অক্টোবর আল-আমিন আদালতে একটি হলফনামা দাখিল করে দাবি করেন যে তিনি ২৫ আগস্ট ইসরাতকে তালাক দিয়েছেন।
২৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন পাঁচ হাজার টাকার মুচলেকায় আল-আমিনকে ৬ অক্টোবর পর্যন্ত জামিন দেন।
আরও পড়ুন: স্ত্রীর করা মামলায় আগাম জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন
বিচারক শফি উদ্দিন মামলাটি আমলে নিয়ে আল-আমিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, আল-আমিন ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাতকে বিয়ে করেন এবং তার স্ত্রী পরবর্তীতে দুই ছেলের জন্ম দেন।
এজাহারে উল্লেখ আছে, ইসরাত দাবি করেন যে আল-আমিন অনেক দিন ধরে তার দুই ছেলের ভরণ-পোষণ ও শিক্ষার খরচ জোগায়নি। আল-আমিন তার স্ত্রীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করত। তিনি ২৫ আগস্ট তাদের দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টি২০ স্কোয়াড: চার বছর পর দলে আল-আমিন
উল্লেখ্য, যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গত ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইসরাত। পরে এ বিষয়ে থানায় মামলা করা হয়। ৩ সেপ্টেম্বর আল আমিন তার মায়ের মাধ্যমে ইসরাতকে বার্তা পাঠান যে তিনি তার ভরণ-পোষণ দেবেন না এবং তাকে তালাক দিয়েছেন। ৬ সেপ্টেম্বর যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনের মামলায় আল-আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে নির্যাতন: স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২ বছর আগে