শিগগিরই এর বাস্তবায়নের কাজ শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তালগাছের উপকারিতা অনেক। এটি বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে, এর থেকে সুস্বাদু ফল ও কাঠ পাওয়া যায়, রাস্তার মাটি ধরে রাখতে সহায়তা করে, এর ছায়া ও হাত পাখা দিয়ে মানুষকে গরম থেকে বাঁচায়, রাস্তার মাটি ধরে রাখতে সহায়তা করে। এছাড়া বিভিন্ন রোগের উপকারিতার কারণে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির তার নিজ উদ্যোগে কচুয়া উপজেলার বিভিন্ন রাস্তার পাশে খালি জায়গায় তালের চারা রোপনের এই ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন।
ইতিমধ্যে ৫ হাজার তালের বীজ বা চারা সংগ্রহের জন্যে তিনি তার ফেসবুক ওয়ালের একটি পোস্ট দিয়েছেন। যাদের কাছে উন্নতমানের দেশীয় তালের বীজ বা চারা আছে তাদের সরাসরি উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশিরের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধও জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ কৃষক ফসলের মাঠে আকস্মিক বজ্রপাতে মারা যাচ্ছেন। তাই আমি কৃষকভাইসহ সবাইকে এই বজ্রাঘাত থেকে রক্ষা পেতে কচুয়া উপজেলার বিভিন্ন রাস্তার পাশে খালি জায়গায় ৫ হাজার তাল গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি।’
কচুয়াবাসীকে তালগাছ রোপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সবাই একটা করে হলেও বাড়ির খালি জায়গায় তালের চারা রোপণ করুন। নিজে বজ্রপাত থেকে রক্ষা পান, অন্যকে রক্ষা পেতে সহযোগিতা করুন। এতে আগামী প্রজন্মও সাহায্য পাবে।
প্রসঙ্গত, এর আগেও কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তার পাশের খালি জায়গায় ৬২ হাজার বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করে সকল মহলে প্রশংসিত হয়েছেন চেয়ারম্যান শাহজাহান শিশির।