মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে রবিবার দিবাগত মধ্যরাত ৩টা থেকে আজ সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
এতে, উভয় দিকে যানবাহনের দীর্ঘ সারি পারাপারের অপেক্ষায় ছিল বলে জানান ঘাট ব্যবস্থাপক ফয়সল আলম চৌধুরী।
তিনি বলেন, সকাল ৯টার পর কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-ঢাকার যাত্রীবাহী লঞ্চগুলো ঘন কুয়াশার কারণে চলাচলে বিঘ্ন হওয়ায় যথাসময়ের প্রায় এক ঘণ্টা পর গন্তব্যে পৌঁছায় বলে চাঁদপুর লঞ্চ ঘাটে অনেক যাত্রীরা জানান।
আরও পড়ুন: বাগেরহাট ঘন কুয়াশার চাদরে ঢাকা, জনজীবন বিপর্যস্ত
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চতুর্থ দিনের মতো ফেরি চলাচল ব্যাহত