নাটোরের সিংড়ায় চলনবিলে অভিযান চালিয়ে ২ পাখি শিকারিকে জরিমানা করা হয়েছে।
তারা হলেন- আসাদুল ও সোহরাব।
এ সময় তাদের কাছ থেকে দুটি জীবিত ও ২৩টি জবাই করা বক উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে সিংড়া উপজেলার চলনবিলের লক্ষ্মীপুর এলাকায় চালানো এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
পরে পাখি শিকারিদের কাছ থেকে জব্দ করা ফাঁদগুলো ধ্বংস করা হয় এবং জীবিত পাখি অবমুক্ত ও জবাই করা পাখি মাটি চাপা দেয়া হয়।
অভিযানে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং চলনবিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির নেতারা অংশ নেন।