জরিমানা
বন্দর থেকে নিধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা: নৌ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাজারে ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও শাক সবজির দাম বাড়েনি।
তিনি বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা হবে।’
আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিয়াজের বাড়িতে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে আয়োজিত একটি চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত ছয়জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক দেওয়া হয়।
১৭ দিন আগে
সমালোচনার ঝড়ের পর চার ম্যাচ নিষিদ্ধ মরিনিয়ো
বারবার বিতর্কিত মন্তব্য করে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া জোসে মরিনিয়োর জন্য নতুন কিছু নয়। তুরস্কে গিয়েও চলছে তার এমন কর্মকাণ্ড। তবে এবার দেশটির রেফারিদের সমালোচনা করে শাস্তি পেয়েছেন এই পর্তুগিজ কোচ।
তুর্কি সুপার লিগের রেফারিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে চার ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)। পাশাপাশি ১৬ লাখ ১৭ হাজার তুর্কি লিরা জরিমানাও গুণতে হচ্ছে ৬২ বছর বয়সী ফেনারবাচে ম্যানেজারকে।
ঘটনার সূত্রপাত গত সোমবার (২৪ ফেব্রুয়ারি)। সেদিন চিরপ্রতিন্দ্বী গালাতেসারাইয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে তার দল।
বিতর্ক এড়াতে বিদেশি রেফারি দিয়ে ম্যাচটি পরিচালনা করতে দুই ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়। তাদের সেই অনুরোধে সাড়া দিয়ে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে ম্যাচটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির প্রশংসা করে মরিনিয়ো বলেন, ‘ম্যাচটি দারুণভাবে পরিচালনা করেছেন তিনি।’
‘ম্যাচ শেষে আমি রেফারিদের ড্রেসিং রুমে গিয়েছিলাম। চতুর্থ রেফারিও সেখানে ছিলেন, যিনি তুরস্কের রেফারি। প্রধান রেফারিকে (ভিনচিচ) আমি বলেছি, এখানে আসার জন্য ধন্যবাদ। কারণ বড় একটি ম্যাচে আপনি এসেছেন এবং দায়িত্ব পালন করেছেন।’
‘এরপর চতুর্থ রেফারির দিকে ঘুরে বলেছি, এই ম্যাচে আপনি রেফারি থাকলে বিপর্যয় হয়ে যেত। তাকে যখন এটি বলেছি, আমি আসলে (তুরস্কের) সবাইকেই বুঝিয়েছি, এটিই তাদের সহজাত প্রবণতা।’
ম্যাচের শুরুর দিকে ফেনারবাচের ১৯ বছর বয়সী ডিফেন্ডার ইউসুফ আকচিচেকের একটি চ্যালেঞ্জ নিয়ে বেশ উত্তেজনা ছড়ায়। গালাতাসারাইয়ের ডাগআউটের ফুটবলারদের তখন বেশ উত্তেজিত দেখা যায়। সেই ঘটনায় আকচিচেককে হলুদ কার্ড না দেখানোয় রেফারি ভিনচিচের প্রশংসা করেন মরিনিয়ো।
‘তুর্কি রেফারি হলে অমন বড় ডাইভ দেওয়ার পর নিশ্চিত সেখানে হলুদ কার্ড দিতেন। ওদের (গালাতেসারাই) বেঞ্চের ফুটবলাররা বাচ্চা ছেলেটির (আকচিচেক) ওপর যেভাবে বানরের মতো লাফালাফি করছিল… এসব দেখেই রেফারি কার্ড দিতেন এবং পাঁচ মিনিট পর আমাকে তার বদলি কাউকে নামানো লাগত।’
মরিনিয়োর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায় গালাতেসারাই।
‘তুরস্কে কোচের দায়িত্ব পালনের এই সময়কালে ফেনারবাচে কোচ জোসে মরিনিয়ো তুরস্কের মানুষদের নিয়ে ক্রমাগত অপমানজনক কথা বলে যাচ্ছেন। আজকে তার মন্তব্য অনৈতিক মন্তব্যের সীমানা ছাড়িয়ে নিশ্চিতভাবেই নিষ্ঠুর অলঙ্করণে পৌঁছে গেছে।’
‘আমরা এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে, জোসে মরিনিয়োর বর্ণবাদী বিবৃতি নিয়ে ফৌজদারি কার্যক্রম শুরু করব। একই সঙ্গে উয়েফা ও ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযাগ জানাব। পাশাপাশি কোচের প্রদর্শিত নিন্দনীয় এই আচরণ নিয়ে ফেনারবাচের অবস্থান আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’
এ ঘটনার পর মরিনিয়ো ‘বর্ণবাদী’ বলে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউরোপীয় ফুটবল অঙ্গনের বিভিন্নজন তার পক্ষে-বিপক্ষে অবস্থান নেন। অবশেষে টিএফএফ থেকে তার বিরুদ্ধে এলো এই শাস্তির ঘোষণা।
তবে মরিনিয়োর পক্ষ নিয়ে তার ক্লাব ফেনারবাচে এক বিবৃতিতে জানিয়েছে, অন্য প্রসঙ্গে করা বক্তব্য এখানে টানা হয়েছে। তাছাড়া বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।
এমনকি মরিনিয়োর ওপর দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিলও করেছিল ক্লাবটি। তবে তা খারিজ করে দিয়ে নিষেধাজ্ঞা ও জরিমানা বহাল রেখেছে ফেডারেশন।
তুরস্কের রেফারিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনা এই প্রথম নয় ‘স্পেশাল ওয়ানের’। এই ধরনের মন্তব্যের দায়ে আগেও এক দফায় জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের সাবেক এই কোচকে।
২১ দিন আগে
চাঁদপুরে চার ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জে চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে বড়কুল র্পূব ইউনিয়নের রায়চোঁ এলাকায় থাকা এসব ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক র্কাযালয়ের নির্বাহী হাকিম ও জোষ্ঠ সহকারী কমিশনার আমজাদ হোসেন।
এ সময় মেসার্স সেলিম ব্রিকসকে চার লাখ টাকা, মের্সাস অনি ব্রিকসকে চার লাখ টাকা, মের্সাস মার্ক ব্রিকসকে চার লাখ টাকা এবং মের্সাস রণি ব্রিকসকে পাঁচ লাখ টাকা লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে ৪ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো মিজানুর রহমান এসব তথ্য ইউএনবিকে নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন- ২০১৩ এর ধারা লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করার দায়ে এসব ব্রিকস ফিল্ডসদের জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি বলেন, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান মিয়া ও পরিদর্শক শারমিতা আহমেদ লিয়া, যৌথ বাহিনীর সদস্য, পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে ৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা
৪৪ দিন আগে
শেরপুরে ৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা
বায়ুদূষণ বন্ধে শেরপুরের নকলায় আটটি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন।
ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে কয়েকটি ইটভাটার চুল্লি ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন জানান, যথাযথ আইন না মেনে ইটভাটা স্থাপনের কারণে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণের কবল থেকে দেশ-জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ১০০ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৫১৮৫০০ টাকা জরিমানা
জরিমানার সাজা পাওয়া ইটভাটাগুলো হলো— নকলার কুর্শাবাদাগৈড় এলাকার মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশা গ্রামের মেসার্স জননী ব্রিকস, বন্দটেকি গ্রামের মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও এলাকার মেসার্স চমক ব্রিকস।
৭৩ দিন আগে
৪৭ প্রতিষ্ঠানকে জরিমানাসহ ৪০৪৪ কেজি পলিথিন জব্দ
নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে সারা দেশে ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় পলিথিন জব্দসহ ও ৪৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: নাটোরের গোডাউন থেকে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
এতে বলা হয়, সারা দেশে ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ হাজার ৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া ৪৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা জরিমানাও করা হয়।
পরিবেশ অধিদপ্তর এ ধরনের দূষণ বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারমার্কেটে পলিথিন এবং পলিপ্রোপিলিন ব্যাগ ব্যবহার ও উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
আরও পড়ুন: পলিথিন বন্ধে অভিযান: ১৮০৫০০ টাকা জরিমানা ও ৭৪৬ কেজি পলিথিন জব্দ
১৩৬ দিন আগে
নাটোরের গোডাউন থেকে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
নাটোরের বড়াইগ্রামে একটি গোডাউনে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় গোডাউন মালিক নিরঞ্জন কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়
সোমবার (৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মীরা উপজেলার বনপাড়া বাজারের ব্যবসায়ী নিরঞ্জন কুমারের গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করে অভিযানিক দলটি।
এ বিষয়টি নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বোরহান উদ্দিন।
আরও পড়ুন: পলিথিন বন্ধে অভিযান: ১৮০৫০০ টাকা জরিমানা ও ৭৪৬ কেজি পলিথিন জব্দ
পলিথিন শপিং ব্যাগ বন্ধে মনিটরিং শুরু, ৩ নভেম্বর থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান
১৩৭ দিন আগে
সিরাজগঞ্জে ৩ হাসপাতাল মালিককে ২ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়ার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জান গেছে, রবিবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, এনএসআই, সিভিল সার্জন অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায়।
এ অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা, স্বাস্থ্য পরীক্ষার ফি বেশি রাখা ও কাগজপত্র সঠিক না থাকার অপরাধে বেলকুচি পৌর এলাকার চালা মহল্লার ঢাকা জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা, মুকুন্দগাঁতী বাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা ও বেলকুচি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় এনএসআই’র যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার, উপপরিচালক নাসির উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
১৪৪ দিন আগে
নাটোরে ২ ব্যবসায়ীকে জরিমানা
নাটোরে অনুমোদন ছাড়াই সার ও নিষিদ্ধ ক্রিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনা সদস্যরা নাটোর শহরের তেবাড়িয়া হাটে যৌথভাবে এ অভিযান চালায়।
নাটোর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বলেন, অনুমোদন ছাড়া সার বিক্রির দায়ে ফারুক হোসেন নামে এক সার ব্যবসায়ীকে তিন হাজার ও নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে চাঁদ মিয়া নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: নাটোরে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে আহত ৪০
১৪৫ দিন আগে
রাজধানীর কাচাঁবাজারে অভিযান, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কাঁচাবাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি দল। এসময় এক দোকান মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কাঁচাবাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল। দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার।
এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, আটা, কাঁচা মরিচ, সবজি, মাছ ও মুরগীর বাজারে মূল্য যাচাই করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়ের কয়েকদিনের রশিদ পরীক্ষা করেন।
মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা , মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে সুপারমার্কেট, ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা
গত কয়েক দিনের তুলনায় ডিম, পিয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে বলে অভিযানে দেখা যায়।
রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য যাচাই করেন বাণিজ্য মন্ত্রণালয়ের আরও একটি দল।
মুরগি, চাল, আলু, পেঁয়াজসহ ও অন্যান্য পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা টাঙাতে বলা হয়।
এ অভিযানের নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।
অভিযানে এক দোকানে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ছিলেন।
আরও পড়ুন: খুলনায় নিয়ন্ত্রণের বাইরে কাঁচাবাজার, নেই মনিটরিং
১৬২ দিন আগে
সিরাজগঞ্জে বেশি দামে ডিম বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেশি দামে ডিম বিক্রি ও বিক্রির রশিদ না থাকায় ৩ ডিমের আড়দের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মাহমুদ হাসান রনি।
আরও পড়ুন: বাজার স্থিতিশীল করতে সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার
সহকারী পরিচালক রনি জানান, ডিমের বাজারে অস্থিরতা রোধ করতে সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উল্লাপাড়ার মোহনপুরসহ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি ও বিক্রির রশিদ (ক্যাশ মেমো) না দেওয়ায় মুন অ্যাগ্রোভিটকে (পোল্ট্রি খামার) ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়ৎ ও সিরাজ ডিমের আড়ৎকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৩১৮৪০ ডিম আমদানি
১৬৪ দিন আগে