দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এক সময় ব্যাপকহারে গম চাষ হলেও বর্তমানে অন্যান্য ফসলের তুলনায় গমের ফলন ও লাভ কম হওয়ায় গম চাষে কৃষকরা দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছেন। এতে জেলায় গমের আবাদ কমে যাচ্ছে।
ঠাকুরগাঁওয়ের মাটি ভালো হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় গমের আবাদ ভালো হলেও, গমের তুলনায় ভুট্টার ফলন এবং দাম বেশি পাওয়ায় বেশি করে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা।
আরও পড়ুন: খুলনায় লবণাক্ত পানির পতিত জমিতে ভুট্টা চাষে সাফল্য
চলতি বছরে দেখা যায় যে জেলার যে জমিগুলোতে অন্যান্যবার গম চাষ হয়েছিল, সেই জমিগুলোর অধিকাংশে এবার চাষ করা হয়েছে ভুট্টা।
জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালে জেলায় গম চাষ হয়েছিল ৫০ হাজার ৬৫০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল দুই লাখ ৭ হাজার ৬৮৫ মেট্রিক টন এবং ২০২২ সালে চাষ হয়েছিল ৪৫ হাজার ১৯২ হেক্টর জমিতে আর উৎপাদন হয়েছিল এক লাখ ৯৪ হাজার ৭১ মেট্রিক টন।
তা কমে এবছর ২০২৩ সালে চাষ হয়েছে ৩৬ হাজার ৬৫৭ হেক্টর জমিতে ও উৎপাদন হয়েছে এক লাখ ৪৩ হাজার ৬৭৯ মেট্রিক টন গম।