শেষরাত থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় টেকনাফে।
বুলেটিনে আরও বলা হয় যে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন: সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে: আবহাওয়া অধিদপ্তর
দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর