আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও এ ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে।
আরও পড়ুন: শুক্রবার সকালে ঢাকার বাতাস বিশ্বে সবচেয়ে দূষিত
সকালের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।