ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির সাপ ‘রেড কোরাল কুকরি’ উদ্ধার করেছে স্থানীয়রা। ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে সদর উপজেলার বড় বালিয়া এলাকার জয়নাল নামে এক ব্যক্তি সাপটিকে রাস্তা থেকে উদ্ধার করেন।
বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম (বিএসএস) বলেন, ‘স্থানীয়রা সাপটিকে দেখতে পেয়ে না মেরে আটক করেন এবং আমাকে খবর দেন।
তিনি বলেন, এই সাপ সম্পর্কে বাংলাদেশে রেকর্ডসহ আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশ পেয়েছে। মানুষ এখন মোটামুটিভাবে সচেতন হয়েছেন। সাপ দেখলে না মেরে উদ্ধারকারীকে ফোন দিচ্ছেন।
বালিয়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, আমরা খবর পেয়েছি। বর্তমানে সাপটিকে হেফাজতে রাখা হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
পড়ুন: মাশকালাই ক্ষেতে `রাসেল ভাইপার’, পিটিয়ে মারল কৃষক
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। ঢাকার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, উজ্জ্বল কমলা ও প্রবাল লাল বর্ণের এই প্রজাতিটি সাপটির বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরেনসিস (Oligodon Kheriennsis)। ১৯৩৬ সালে উত্তর প্রদেশের খেরি বিভাগের উত্তরাঞ্চল থেকে এই সাপ আবিষ্কৃত হয়।