শুক্রবার ‘পরিচ্ছন্ন ও নিরাপদ নওয়াপাড়া গড়ি’র ব্যানারে দীর্ঘ তিন কিলোমিটার নৌপথ জলযানে পাড়ি দিয়ে নদের দুই তীরবাসীকে সচেতন করার জন্য মাইকে প্রচারণা চালানো হয়।
প্রচারমূলক এই নৌ অভিযাত্রায় বক্তারা বলেন, শিল্প ও জৈব বর্জ্য ফেলে ভৈরব নদ দখল ও দূষণ করা হচ্ছে। জলজ প্রাণি যেমন বিলুপ্ত হচ্ছে, তেমনি তীরবাসীসহ বিভিন্ন প্রাণিকূল নানা রোগে আক্রান্ত হচ্ছে। জীবন বিপন্ন ও পরিবেশ বিপর্যস্ত হলেও কারো কোনো মাথাব্যথা নেই। আমরা চাই ভৈরব নদকে সুরক্ষার মাধ্যমে নৌপথ সচল, সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ থাকুক। পরিবেশবাদী সংগঠনগুলো এ কাজে সহায়ক ভূমিকা রাখুক।
এ সময় বক্তব্য রাখেন, ‘পরিচ্ছন্ন ও নিরাপদ নওয়াপাড়া গড়ি’র আয়োজক উদীচী শিল্পী গোষ্ঠী অভয়নগর শাখার সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক ও বিভার নির্বাহী পরিচালক অধ্যাপক সুকুমার ঘোষ, খুলনার বক্ষব্যাধি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আতাহার হোসেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিজিবুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মাসুদ পারভেজ, নওয়াপাড়া পৌর কাউন্সিলর শিরিনা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনটি গত প্রায় চার মাস ধরে যশোর-খুলনা মহাসড়ক এবং নওয়াপাড়া বাইপাস সড়ক পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার উদ্দেশে মানববন্ধন, র্যালি, গণসংযোগ, পথসভা, অবৈধ স্থাপনা অপসারণ, ট্রাফিক আইন বাস্তবায়ন, পথ শিশুদের জীবনমানের উন্নয়ন ও রেলপথে পাথর নিক্ষেপ বন্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।