বুধবার বিকালে ইলিশা ফেরিঘাট এলাকায় একটি লাকড়ির দোকান থেকে বন বিভাগের কর্মীরা ওই সাপটি উদ্ধার করে।
সূত্র জানায়, সাপটি দেখতে অজগরের মতো, এটি সাড়ে ৩ ফুট লম্বা ও মোটা।
আজ এই সাপটি ভোলার চরফ্যাসনে চরকুকরি মুকরির অভয়ারণ্যে অবমুক্ত করার কথা রয়েছে।
উপকূলীয় বন বিভাগ ভোলার রেঞ্জ অফিসার মোঃ কামরুল ইসলাম জানান, স্থানীয়রা ইলিশা ফেরিঘাট এলাকায় লাকড়ির দোকানে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া জানান, সাপটি উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। এটি চরফ্যাসনের চরকুকুরি মুকুরির বনে অবমুক্ত করা হবে। যাতে সেখানে সাপটি প্রকৃতির মাঝে বেঁচে থাকতে পারে।
তিনি আরও জানান, বিরল প্রজাতির এই সাপটির নাম রাসেল ভাইপো। সাপটি উত্তরাঞ্চল ও বনাঞ্চলে বেশি থাকে। বৈজ্ঞানিক নাম দাবিয়া রাসেলি। এর বাংলা নাম চন্দ্র বোরড়া।