ঢাকা, ২৮ মার্চ (ইউএনবি)- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, আসন্ন বোরো মৌসুমে সাড়ে ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, আতব চাল, ধান ও গম ক্রয় করবে সরকার।
মন্ত্রী জানান, প্রতি কেজি ধান ২৬ টাকা, সিদ্ধ চাল ৩৬ টাকা, আতব চাল ৩৫ টাকা ও গম ২৮ টাক দরে ক্রয় করা হবে। আগামী ২৫ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।
বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ে আসন্ন বোরো ২০১৯ সংগ্রহ উপলক্ষে এফপিএমসি (ফুড প্লানিং অ্যান্ড মনিটরিং কমিটি) সভা শেষে তিনি এসব কথা বলেন ।
খাদ্যমন্ত্রী বলেন, সাড়ে ১২ লাখ মেট্রিক টন চালের মধ্যে, ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, দেড় লাখ মেট্রিক টন আতব চাল, দেড় লাখ মেট্রিক টন ধান ও ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয় করবে সরকার ।
তিনি আরও বলেন, কৃষক ও মিলারদের কাছ থেকে সাড়ে ১২ লাখ মেট্রিক টন চালও সংগ্রহ করা হবে ।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।