ভার্চুয়াল এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
দ্বিপক্ষীয় এ বৈঠক বিকাল সাড়ে ৩টায় শুরু হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন।
বৈঠকের পরপরই ড. মোমেন গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
সভায় দুদেশের মধ্যকার অভিন্ন নদীর পানি বন্টনের বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনকে (জেআরসি) সত্যকার অর্থে কার্যকর করার বিষয়টি উত্থাপন করতে পারে বাংলাদেশ।
২০১০ সালের পর থেকে জেআরসির কোনো বৈঠক হয়নি।
গত সোমবার ড. মোমেন বলেন, ‘সংক্ষিপ্ত আকারে এ জেসিসি (৬ষ্ঠ) অনুষ্ঠিত হচ্ছে। কোভিড-১৯ মহামারির কারণে এক ঘণ্টার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত আমরা তিন ঘণ্টা ধরে এ আলোচনা করে থাকি।’
সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বলে এ জেসিসি বৈঠক থেকে খুব বেশি কিছু আশা করার নেই, বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের ভালো বন্ধু। আলোচনা করার মতো অনেক বিষয়ই আমাদের রয়েছে।’
কর্মকর্তারা বলেন, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা এবং বিমান চলাচল সম্পর্কিত বিষয়গুলো এ বৈঠকে আলোচনা হতে পারে।
বাংলাদেশ-ভারত জেসিসির পঞ্চম সভাটি ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।