করোনাভাইরাস ধরা পড়ায় প্রবীণ ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন নগরীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার বিকালে ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক গোলক শাহরিয়ার নবী।
মুগদা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) মাহবুবুর রহমান কচি বলেন, অধ্যাপক মুনতাসির শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রবিবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে এবং তাতে ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।
‘তিনি এখন ভালো আছেন এবং তাকে কেবিনে দেয়া হয়েছে,’ জানান তিনি।
এর আগে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক (বঙ্গবন্ধু চেয়ার) ড. মুনতাসিরকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।