বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২২৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
অবরোধের প্রথম দফার মতো ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে জননিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসারের পাশাপাশি অন্যান্য ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: অবরোধ: প্রথম দিনে নীলক্ষেতে প্রাইভেটকারসহ সারাদেশে পুড়িয়েছে ১২টি গাড়ি
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান।
তিন দিনের দেশব্যাপী অবরোধের পর বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার জন্য সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে গতকাল রবিবার রাত ১১টা পর্যন্ত সারাদেশে মোট ১৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ