বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সোমবার সহিংসতা ও অগ্নিসংযোগের কিছু ঘটনা ঘটেছে।
তিন দিনের দেশব্যাপী অবরোধের পর গতকাল সকাল ৬টা থেকে আরেকটি সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়। শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
উত্তেজনা ও সহিংসতার আশঙ্কায় ঢাকার রাস্তায় গণপরিবহনের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।
গণপরিবহনের অভাবে অফিসগামী, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের বাস খুঁজতে হিমশিম খেতে দেখা গেছে।
রাজধানীর মিরপুর ও বাংলামোটর এলাকায় গতকাল সন্ধ্যায় দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: টিক্কা ও নিয়াজির চরিত্রে অভিনয় করছেন কাদের: রিজভী
অবরোধ চলাকালে চট্টগ্রামের কাটঘর ও অক্সিজেন মোড় এলাকায় দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ নিয়ে শনিবার সন্ধ্যা ৭টা থেকে গতকাল রবিবার রাত ১১টা পর্যন্ত সারাদেশে মোট ১৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সারাদেশে নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের জন্য তাদের ইউনিটগুলোকে সতর্ক করেছে।
ঢাকার প্রবেশ পথ ও সব বড় স্থানে পুলিশ অবস্থান নিয়েছে এবং চেকপোস্ট স্থাপন করেছে।
এর আগে বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা দেন রবিবার সকাল থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে।
সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এই অবরোধের আওতাবহির্ভূত থাকবে।
আরও পড়ুন: বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক