ঢাকা, ০২ সেপ্টেম্বর (ইউএনবি)- ধর্মের নামে সমাজে অরাজকতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার জন্য সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রবিবার বঙ্গভবনে হিন্দুদের ধর্মীয় উৎসব- জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে এবং মানব কল্যাণের জন্য মানুষকে কাজ করার ব্যাপারে অনুপ্রাণিত করে। কোনো ধর্মই জঙ্গিবাদ, মৌলবাদ বা সন্ত্রাসবাদ সমর্থন করে না।’
আবদুল হামিদ সকল ধর্মের মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানান যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মের অপব্যবহার করতে না পারে।
কেউ অরাজকতা তৈরির চেষ্টা করলে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এবং একযোগে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
অভ্যর্থনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির সাথে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও সংশ্লিষ্ট সচিবরা।
এছাড়া হিন্দু ধর্মের বিশিষ্ট ব্যক্তি, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের নেতারা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পেশার মানুষ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। তারা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতির ভবনে বেশ কয়েকজন সংসদ সদস্য, বিচারক, রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং হিন্দু সম্প্রদায়ের ঊর্ধ্বতন সাংবাদিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন।
আমন্ত্রিত অতিথিদের দরবার হলে ঐতিহীবাহী খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।