২০২২ সালে ২২ দিন সরকারি ছুটির অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ছয় দিন শুক্র ও শনিবার রয়েছে। এ ছুটির মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি ও সরকারের নির্বাহী আদেশে আট দিন ছুটি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন এবং অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয় থেকে এ সভায় যোগ দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৪ দিনের সাধারণ ছুটি থেকে তিন দিন ও আট দিনের অন্যান্য সরকারি ছুটি থেকে তিন দিন সাপ্তাহিক ছুটির সাথে মিলিত হবে।
এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ধর্মীয় উৎসব উপলক্ষে তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। একইভাবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মকর্তা ও কর্মচারীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সাধারণ ছুটির মেয়াদ ৭ দিন বাড়ানোর সুপারিশ
কারখানা ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে: শ্রম প্রতিমন্ত্রী