আগামী শিক্ষাবর্ষ থেকে সারাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং ইউজিসির মধ্যে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার যোগ্য হবেন।