অসুস্থ থাকায় দুপুরে ডিএনসিসির গুলশানের নগরভবনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলেভারচুয়ালি যোগ দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
দোয়া মাহফিলের আগে দেয়া বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি হারিয়েছি একজন সহকর্মীকে, আমি হারিয়েছি একজন মানুষকে, যে মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়ন করে। আর নগরবাসী হারিয়েছে একজন মানুষকে যিনি কথায় নয় কাজে বিশ্বাসী।’
তিনি আরও বলেন, ‘আনিস ভাই বেশ কিছু চ্যালেঞ্জিং কাজে হাত দিয়েছিলেন। যেগুলো উনি সমাপ্ত করতে পারেন নাই। আমি, কাউন্সিলর আর সিটি করপোরেশনের সবাই মিলে কাজগুলো যথা শিগগিরই শেষ করা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার নেয়া ইউটার্ন প্রজেক্টের কাজ ডিসেম্বরে শেষ হবে।’
মেয়র আতিকুল বলেন, ‘আমি শুধু এইটুক বলব আনিস ভাই যেটা করেছেন, সেটা উনার নিজের জন্য চিন্তা করে করেন নাই, বরং করেছেন নগরবাসীর জন্য। উনি যতদিন বেঁচে ছিলেন নগরী নিয়েই চিন্তা করেছেন। উনার চিন্তাই ছিলো নগর, নগর, নগর।’
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বক্তব্য দেন।