ইউএনবির বিশেষ প্রতিবেদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বুধবার এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মইনুল আহসানও অবিলম্বে ইউএনবি সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সাংবাদিক সমাজ শুরু থেকেই বলে আসছে যে ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। সাংবাদিকরা এই আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন।’
ডিআরইউ নেতারা অবিলম্বে ডিএসএ বাতিলের দাবি জানান।
গত ১২ এপ্রিল হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে জাহাঙ্গীরসহ ২১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
ইউএনবি সাংবাদিককে মামলায় আসামি করা হয় কারণ তিনি সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য ছিলেন যেখানে সরকারবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে।
জাহাঙ্গীর অবশ্য বলেছেন যে তিনি এমন একটি গ্রুপ সম্পর্কে অবগত নন এবং কে তাকে এর সদস্য করেছে তাও জানেন না।
আরও পড়ুন: ডিএসএ বাতিলের দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো
জাহাঙ্গীর বার্তা সংস্থা ইউএনবির চিফ ক্রাইম করেসপন্ডেন্ট এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সহ-সভাপতি।
তিনি শিপিং অ্যান্ড কমিউনিকেশনস রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাধারণ সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য।
এদিকে হাতিরঝিল থানায় দায়ের করা ডিএসএ মামলায় জাহাঙ্গীরকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জাহাঙ্গীরের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট ফরহাদ হোসেন।
আরও পড়ুন: দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধির বিরুদ্ধে ডিএসএ-তে দু’টি মামলা দায়ের