ঢাকা, ০৮ ফেব্রুয়ারি (ইউএনবি)- বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) ‘জেলা প্রতিনিধি সম্মেলন ২০১৯’ শনিবার রাজধানীতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ৯টায় ইউএনবি সম্মেলন কক্ষ পদ্মায় দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম ও চ্যানেল আইয়ের অনলাইন সম্পাদক জাহিদ নেওয়াজ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া, ইউএনবি চেয়ারম্যান আমানুল্লাহ খান ও এডিটর ইন চিফ এনায়েতুল্লাহ খান অনুষ্ঠানে অংশ নেবেন।
ঢাকাসহ সারাদেশে কর্মরত ইউএনবির শতাধিক সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন।