বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। তবে আসামিপক্ষে আদালতে কেউ উপস্থিত ছিলেন না।
আদেশের বিষয়টি নিশ্চিত করে আমিন উদ্দিন মানিক জানান, গত বছরের ১৫ মে হাইকোর্ট সাইফুল ইসলামকে জামিন দিয়ে রুল দিয়েছিল। ১৫ জুলাই আপিল বিভাগ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের কথা বলেছিলেন। এখন বৃহস্পতিবার রুলও খারিজ হয়ে গেল। তার আত্মসমর্পণ না করে উপায় নেই। বর্তমানে সাইফুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানান তিনি।
ঘটনার বিবরণ উল্লেখ করে আমিন উদ্দিন আরও জানান, বেসিক ব্যাংক বংশাল শাখা থেকে স্বাক্ষর বিহীন আবেদনের মাধ্যমে ঋণ নিয়ে সুদে আসলে ৭ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৯৮৭ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ২০১৭ সালের ৬ ডিসেম্বর তিনজনকে আসামি করে বংশাল থানায় মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলেন- মেসার্স ইকসল ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান আতাউর রহমান ও বেসিক ব্যাংক বংশাল শাখার ম্যানেজার মো. সেলিম।