ইঞ্জিনে আগুনের সূত্রপাত হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তুরস্কগামী ফ্লাইটটিতে (টিকে-৭১৩) থাকা সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফ্লাইট টিম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বার্ড হিটে (পাখির সঙ্গে ধাক্কা) উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘প্লেনের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন। ফ্লাইটটির ইঞ্জিন মেরামত করতে কিছুটা সময়ের প্রয়োজন।’
আরও পড়ুন: বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন
বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, ফ্লাইটে ২৯০ জন যাত্রী ছিল। সকাল ৭টায় বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। উড্ডয়নের কয়েক মিনিট পরেই ইঞ্জিনে আগুন দেখা দিলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
এ ছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আকাশে ঘুরে জ্বালানির সংরক্ষিত অংশ ব্যবহার করে শেষ করেন পাইলট। পরে সকাল ৮টা ১৫ মিনিটে বিমানটি অবতরণ করে।
এর আগে, গত ১৬ মে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি চাকা খুলে পড়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও ঢাকায় জরুরি অবতরণ করেছিল।