মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু উপলক্ষে রবিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।
ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে নবী (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। নবী (সা.) এর জীবন ও দর্শন আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, আমাদের পথনির্দেশনা দিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আজকের করোনাভাইরাস মহামারি নিয়ে সংঘাতপূর্ণ বিশ্বে মহানবী (সা.) এর অনন্য জীবনধারা, তাঁর বিশ্বজনীন শিক্ষা ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই বিশ্বে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।’
আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবী ৯ অক্টোবর
তিনি সবাইকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুসরণের আহ্বান জানান।
দিনটি সরকারি ছুটির দিন।
ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা দিনটি উপলক্ষে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে।
দিনটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।
আরও পড়ুন: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী