তার আইনজীবী মো. বাহারুল ইসলাম ঢাকা সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
সোমবার উপ-পরিচালক আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে দুদকের একটি দল রাজধানীর গুলশান এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করে।
এর আগে রবিবার এ মামলায় এফআর টাওয়ার ভবনের অন্যতম মালিক কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা তাসভীর উল ইসলামকেও গ্রেপ্তার করে দুদক। পরে তিনিও ২৯ আগস্ট পর্যন্ত জামিন পেয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। আহত হন ৭০ জন। এছাড়া অগ্নিকাণ্ডে আটকা পড়াদের বাঁচাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা ৮ এপ্রিল রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কর্তৃপক্ষ ১৫ তলা ভবন নির্মাণের অনুমতি নিলেও বিভিন্ন সময়ে অবৈধভাবে তা ২৩ তলা পর্যন্ত বাড়ানো হয়।
নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ভবনটিতে কয়েকটি তলা বাড়ানোর অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।