মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় এবারের জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন খুলনার সুমাইয়া মোসলেম মীম।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক ২০২১-২০২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, লিখিত পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে সুমাইয়া মোসলেম মীম। তার মোট নম্বর ছিল ২৯২ দশমিক ৫।
সুমাইয়া মোসলেম মীম খুলনার ডুমুরিয়া কলেজের প্রভাষক মোসলেম উদ্দিন সরদারের মেয়ে। তিনি খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি এবং ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন।
ডিএমসি স্কলার নামের একটি কোচিং সেন্টারের শিক্ষক সিয়াম সুমাইয়া মোসলেম মীমকে তাদের ছাত্রী বলে দাবি করেছেন এবং জানিয়েছেন তার ফলাফলে তারা খুবই গর্বিত।
আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫৫ শতাংশের বেশি উত্তীর্ণ